প্রকাশিত: Thu, Dec 21, 2023 10:55 PM
আপডেট: Wed, Jul 2, 2025 2:05 AM

[১]পলাতক দলও এখন অসহযোগ আন্দোলন করে: বিএনপিকে নিয়ে কাদের [২]রিমোট কন্ট্রোলে পলাতক নেতা কীভাবে নেতৃত্ব দেবে

ইকবাল খান: [৩] আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই মন্তব্য করে বলেছেন, যে দল আন্দোলনের আসর থেকে পালিয়ে গেল, এখন সেই দল অসহযোগ আন্দোলন করবে। তাদের ডাকে জনগণ অসহযোগ করবে, জনগণ ইতোমধ্যে তাদের বিরুদ্ধেই অসহযোগ শুরু করেছে।

[৪] ডেইলি স্টার জানায়, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

[৫] তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচন বিরোধীদের বিরুদ্ধে অসহযোগ শুরু হয়ে গেছে। তার প্রমাণ বাংলাদেশের হাটবাজারে যান, রাস্তাঘাটে যান, দোকানপাটে যান, জীবনযাত্রা স্বাভাবিক। এর অর্থ কী? বিএনপির ডাকে জনগণ সাড়া দেয়নি।’

[৬] মানুষ আজকে নির্বাচনের দিকে তাকিয়ে আছে মন্তব্য করে তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, আমরা তো দেশের বিভিন্ন জায়গায় যাই, সিলেটে যে অবস্থা দেখেছি, বিএনপিকে মানুষ অসহযোগ করবে। একজন তারেক রহমান টেম্পস নদীর ওপার থেকে হুমকি-ধমকি দিচ্ছেন। সাহস থাকে তো আসুন। নেতা তো নেই, নেতা তো আসতে হবে! রিমোট কন্ট্রোলে পলাতক নেতা কীভাবে নেতৃত্ব দেবে? তাকে আসতে হবে। মানুষকে মোকাবিলা করুন, রাজপথে আসুন, জেলে যাওয়ার সাহস অর্জন করুন। তা না হলে জীবনেও নেতা হতে পারবেন না। রিমোট কন্ট্রোল নেতাকে মানুষ কখনো মানে না।'

[৭] বাসস জানায়, ওবায়দুল কাদের বলেন, 'ট্যাক্স যার বাকি, ট্যাক্স আদায় করব। কর্তৃপক্ষকে বলবো, ট্যাক্স আদায় করুন; যাদের ট্যাক্স বাকি। যাদের বিল বাকি, তাদের বিল আদায় করুন। ব্যাংকে যারা লোন নিয়ে পাচার করেছে, এদের তালিকা প্রস্তুত করুন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

[৮] তিনি বলেন, ‘বাড়ি ভাড়া বাকি, কার কার বাড়ি; বাড়ি ভাড়া আদায় করতে বলেছি। এদেরকে আর কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। ট্যাক্স ফাঁকি দিয়েছে যারা তাদের ট্যাক্স আদায় করতে হবে এবং সাজাও দিতে হবে। আমরাও ওর মধ্যে আছি।’

[৯] বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'এসব গুপ্ত হামলা বন্ধ করুন। জনগণ নির্বাচন চায়, আপনারা নির্বাচন পণ্ড করতে চান। সে খায়েশ আপনাদের পূর্ণ হবে না।'

[১০] আরেক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘সবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এখানে নিজের একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে সরকার তো উসকানি দিতে চায় না। টুকটাক হামলা এখানে-ওখানে হবে এটা স্বাভাবিক কিন্তু বিএনপিসহ বিরোধী দলগুলো, জামায়াত যা করছে সেটার বিরুদ্ধে তো অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিচ্ছে, তৎপর হচ্ছে। জনগণের পক্ষ থেকেও নির্বাচন বিরোধী কর্মকাণ্ড প্রতিহত হবে, প্রতিরোধ হবে। এটা আমরা বিশ্বাস করি।’